ম্যাসেজের অপেক্ষা
একটু খানি মান অভিমান হলে অতঃপর তার ম্যাসেজের অপেক্ষা। কখন ফেসবুকে আসবে তার সবুজ বাতিটা জ্বলবে আর একটা ম্যাসেজ করবে......!! কিন্তু ঘন্টা যায়, দিন যায় রাত যায় ম্যাসেজতো দেয়না। তাহলে কি ব্রেকাপ করে নিছে কখনোই না, সেও অপেক্ষা করতেছে কখন আপনি তার মান ভাঙ্গাবেন, একটা ম্যাসেজ দিবেন.....!! যখন দুপক্ষের কেউ ম্যাসেজ দেয়না ঠিক তখনেই শুরু হয়ে যায় পুরনো ম্যাসেজগুলি ঘাটাঘাটি করা, যেগুলোর কোন গুরুত্বই দেয়া হয়নি। অথচ যত্ন সহকারে তা পড়া হচ্ছে। ম্যাসেজ গুলো পড়ে কখনো হাসি বা কখনো কান্না পায়, ঠিক তখনে বাবু বড্ড মিস করছি তোমায়......!!