ভালবাসা কি খেলনা........???
ভালবাসা কি খেলনা........???
ইচ্ছা হল খেললাম, ইচ্ছা হল ভেঙে দিলাম ??
অনেকেই বলতে শুনি ওর সাথে ব্রেক-আপ
করে ফেলব সাথে রিলেশন রাখবো না। যদি এটা
ভাবেন তাহলে সেদিন রিলেশন কেন
করেছিলেন......???
কেন এত দিন সেটা বয়ে এনেছেন? আজ
বলেন আমার এই সমস্যা, ওই সমস্যা এই কারনে
রিলেশন রাখবো না
তাহলে সেদিন কেন ভাবেন নাই........???
একটা মানুষকে হাসানো অনেক কঠিন কিন্তু তাকে
কাঁদানো অনেক সহজ। বিশ্বাস একটা কাগজের মত,
একবার ভাজ করলে তারপর আগের মত করার যতই
চেষ্টা করেন কখনোই আগের মত হবে না।
এক এক জন স্বার্থপরের মত বলে বসেন আমি
সরে গেলে ওর জীবন সুন্দর হবে আসলে
কি তাই......???
ওই ছেলেটা বা মেয়েটা কি আপনাকে তার সাথে
আপনার সম্পর্কের আগের সময়ে তাকে
ফিরিয়ে দিতে পারবে ভালবাসায় কোন
রিপ্লেসমেন্ট হয়না মানুষ ভুল করবে এটাই
স্বাভাবিক। তাই বলে একজন ভুল কিছু করেছে
বলে তাকে ছেড়ে চলে যেতে হয় ভুল
গুলো কি শুধরে দেয়া যায় না........???
একটা কথাই বলবো কাউকে ভালবাসলে বাসার মতই
বাসেন চিরদিন যদি ভালবাসতে পারেন তাহলে
ভালবাসবেন, তা না হলে ভালবাসার দরকার নেই
ভালবাসা আয়না না, একটা ভেঙে গেলে আরেকটা
কিনে নিলাম কি অদ্ভুত ভালোবাসা..............!!!
ইচ্ছা হল খেললাম, ইচ্ছা হল ভেঙে দিলাম ??
অনেকেই বলতে শুনি ওর সাথে ব্রেক-আপ
করে ফেলব সাথে রিলেশন রাখবো না। যদি এটা
ভাবেন তাহলে সেদিন রিলেশন কেন
করেছিলেন......???
কেন এত দিন সেটা বয়ে এনেছেন? আজ
বলেন আমার এই সমস্যা, ওই সমস্যা এই কারনে
রিলেশন রাখবো না
তাহলে সেদিন কেন ভাবেন নাই........???
একটা মানুষকে হাসানো অনেক কঠিন কিন্তু তাকে
কাঁদানো অনেক সহজ। বিশ্বাস একটা কাগজের মত,
একবার ভাজ করলে তারপর আগের মত করার যতই
চেষ্টা করেন কখনোই আগের মত হবে না।
এক এক জন স্বার্থপরের মত বলে বসেন আমি
সরে গেলে ওর জীবন সুন্দর হবে আসলে
কি তাই......???
ওই ছেলেটা বা মেয়েটা কি আপনাকে তার সাথে
আপনার সম্পর্কের আগের সময়ে তাকে
ফিরিয়ে দিতে পারবে ভালবাসায় কোন
রিপ্লেসমেন্ট হয়না মানুষ ভুল করবে এটাই
স্বাভাবিক। তাই বলে একজন ভুল কিছু করেছে
বলে তাকে ছেড়ে চলে যেতে হয় ভুল
গুলো কি শুধরে দেয়া যায় না........???
একটা কথাই বলবো কাউকে ভালবাসলে বাসার মতই
বাসেন চিরদিন যদি ভালবাসতে পারেন তাহলে
ভালবাসবেন, তা না হলে ভালবাসার দরকার নেই
ভালবাসা আয়না না, একটা ভেঙে গেলে আরেকটা
কিনে নিলাম কি অদ্ভুত ভালোবাসা..............!!!
Comments
Post a Comment