Posts
Showing posts from October, 2016
আবার আসছে স্মৃতিতেগাঁথা সেই ২০ অক্টোবর
- Get link
- X
- Other Apps
*২০ অক্টোবর ২০১১* আগের রাতে তোমার সাথে কথা হয়েছিলো পরদিন ১১ টায় তুমি দেখা করবা। রাতের গুমটা খুভ একটা ভালো হয়নি, কারন তোমার সাথে দেখা হবে বলে। দীর্ঘ এক বছর ফোনে কথা হয়েছিলো আমাদের, কিন্তু দেখা করার সুযোগ হয়নি, যদিও আমি থাকতাম মোহাম্মাদপুর বিআরটিসি স্ট্যান্ডের কাছে আর তুমি থাকো শ্যামলীতে। ওই রাতে আমাদের শুরু থেকে সেইদিন অব্দি সকল কথা মনে পড়তে লাগল একের পর এক। এক বছর পর আমার সেই প্রত্যাশিত মানুষটির সাথে দেখা হবে, তুমি দেখতে কেমন হবে, তখন কি কথা হবে, কতক্ষণ থাকবে, কি খাবে, আমি তোমার চোখের দিকে তাকাতে পারবকিনা ইত্যাদি ইত্যাদি মনে করে সারারাত কাটল। সকালে ৮টা ৩০মিনিটে তোমাকে ফোন দিয়ে পাইনি, ভাবলাম আজ বুজি দেখা করবানা। তাই নিরাশ হয়ে চলে গেলাম ভার্সিটিতে। ঠিক ১১টা বাজার ১৫ মিনিট আগে আমাকে ফোন দিয়েছিলে তুমি, বলেছিলে কোথায় আপনি? আমি বলেছিলাম এইতো কাছাকাছি চলে আসছি। আসলে আমি তখন ক্লাসে ছিলাম । ক্লাস থেকে বের হয়ে তোমার কাছে আসতে আমার ১১টা ১০ মিনিট হয়ে গিয়েছিলো। তারপর রাইফেলসস্কয়ার (বর্তমানে সীমান্তস্কয়ার) এর গেটে দুইজনের দেখা হয়, তোমার সাথে ঊর্মি ছিলো, আমি ছিলাম একা। ধানমণ
আবার আসছে স্মৃতিতেগাঁথা সেই ২০ অক্টোবর
- Get link
- X
- Other Apps
*২০ অক্টোবর ২০১১* আগের রাতে তোমার সাথে কথা হয়েছিলো পরদিন ১১ টায় তুমি দেখা করবা। রাতের গুমটা খুভ একটা ভালো হয়নি, কারন তোমার সাথে দেখা হবে বলে। দীর্ঘ এক বছর ফোনে কথা হয়েছিলো আমাদের, কিন্তু দেখা করার সুযোগ হয়নি, যদিও আমি থাকতাম মোহাম্মাদপুর বিআরটিসি স্ট্যান্ডের কাছে আর তুমি থাকো শ্যামলীতে। ওই রাতে আমাদের শুরু থেকে সেইদিন অব্দি সকল কথা মনে পড়তে লাগল একের পর এক। এক বছর পর আমার সেই প্রত্যাশিত মানুষটির সাথে দেখা হবে, তুমি দেখতে কেমন হবে, তখন কি কথা হবে, কতক্ষণ থাকবে, কি খাবে, আমি তোমার চোখের দিকে তাকাতে পারবকিনা ইত্যাদি ইত্যাদি মনে করে সারারাত কাটল। সকালে ৮টা ৩০মিনিটে তোমাকে ফোন দিয়ে পাইনি, ভাবলাম আজ বুজি দেখা করবানা। তাই নিরাশ হয়ে চলে গেলাম ভার্সিটিতে। ঠিক ১১টা বাজার ১৫ মিনিট আগে আমাকে ফোন দিয়েছিলে তুমি, বলেছিলে কোথায় আপনি? আমি বলেছিলাম এইতো কাছাকাছি চলে আসছি। আসলে আমি তখন ক্লাসে ছিলাম । ক্লাস থেকে বের হয়ে তোমার কাছে আসতে আমার ১১টা ১০ মিনিট হয়ে গিয়েছিলো। তারপর রাইফেলসস্কয়ার (বর্তমানে সীমান্তস্কয়ার) এর গেটে দুইজনের দেখা হয়, তোমার সাথে ঊর্মি ছিলো, আমি ছিলাম একা। ধানমণ্ডি লেকের ব্যা
আমার নিজস্ব পৃথিবীতে শুধু সুখ ছিল
- Get link
- X
- Other Apps
আমার নিজস্ব পৃথিবীতে শুধু সুখ ছিল দুঃখ গুলো জমিয়ে রাখতাম ঝিমধরা পৌরাণিক বুকের ভেতর। আমার ভেতর কোন নদী ছিল না, চোখে বৃষ্টি ছিল না। আমার কোন দুঃখ ছিল না। দুঃখ গুলো প্রেতাত্মার নিঃশ্বাসের মতো আমার রক্তের শিরায় শিরায় সাঁতরে বেড়াতো। যুগ যুগ ধরে সেখানে জমেছিল কবরের মুর্দাগন্ধ সুদা মাটি জীবীত কালে দুঃখের ভেতর দিয়ে একটা অনন্ত মধ্যরাত আমি পার করেছি। একরত্তি সুখ সৌন্দর্যের লোভে আমি হেঁটে এসেছি যুগ যুগ ধরে অন্ধকার পথে... কিন্তু পায় নি_____ সুখের সাগরে ভাসিনি। তাই বলে আমার কোন দুঃখ ছিল না!! আমি অনুভব করি আমার পৌরাণিক বুকের দুঃখ গুলো সুখ হয়ে আমার করতল ফুঁড়ে বিদ্যুৎ বেগে ঢুকে পড়ল _____আমার ভেতর একটা মেঘল-সুঘ্রাণ নিয়ে মিশে গেল আমার রক্ত কণিকায় শরীরের সব গুলো শিরা-ধমণী দিয়ে প্রবাহিত হতে থাকল অমল উদ্দামে। লোহিত শ্বেত কণিকার কষ্ট গুলো মূহুর্তেই বদলে গেল সুখ প্লাবনের বরষায়।।