Posts

Showing posts from 2018

আমার দেখা এক জন মহান নেতা

Image
আমি বলছি আমার দেখা    এক জন মহান নেতার কথা ,  যিনি আর কেউ নন   তিনি হচ্ছেন   ভোলা - ৩ ( লালমোহন - তজুমদ্দিন ) এর   উন্নয়নের বরপুত্র রুপকার কর্মি বান্ধব ও গরীব দুঃখী সাধারন মানুষের নেতা ,  দ্বীপবন্ধু   জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি । যিনি লালমোহন - তজুমদ্দিন উপজেলার গরীব - দুঃখী ও সাধারণ মানুষের আত্মার আত্মীয় । আমি দেখেছি বাংলার ইতিহাসে এ এলাকার মানুষের নিকট এক বিরল দৃষ্টান্তই স্থাপন করেন তিনি । যার পেশা ও নেশাই জনগণের সেবা করা । আমার সল্প পরিসরে জানার মধ্যে তিনি   ২০১০ সালে উপনির্বাচনে   বিপুল ভোটে বিজয়ী হয়ে নির্বাচিত হওয়ার পর থেকে দুইবার এমপি নির্বাচিত হয়ে   উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন কোন জায়গা নেই   লালমোহন - তজুমদ্দিনে ।   দুই উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদে রাস্তা ,  কালবার্ড ,  পুল ,  ব্রীজ ,  স্কুল   কলেজ ও মাদ্রাসা ,  ভিজিএফ ,  ভিজিডি ,  কাবিখা ,  টিআর ,  বয়স্ক ভাতা ,  বিধবা ভাতা ,  চিকিৎসা ভাতা ,  অসহায় গরিবদের মাঝে ঈদের ভাতা সহ সব কাজেই তার অবদান ।   তার প্রচে