মনে আছে ? সেই ২৯ মার্চ ২০১২
আজ তোমার কাছে আমি অপরিচিত একজন!!! জানো, খুভ বেশী মনে পরে আমার সেই দিনগুলো....... যখন ক্লাস শেষে তুমি আমার জন্য মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে দাড়িয়ে থাকতে,,, খুভ বেশী মনে পরে......... যেদিন তুমি আর আমি পাগলামী করতাম রাত জেগে জেগে কথা বলতাম......... জগড়া করতে............................ কিছু হলেই মুড অফ করে রাখতে....... আবার যখন খুভ হাসিখুসি থাকতে বারবার বলতে আমাকে... এই শোন আমরা বিয়ে করবো কবে ? খুভ মনে পরে সেইদিন গুলোর কথা... খুভ.....বেশী........... অনেক....বেশী......... অাজ তুমি আমার নেই!! শুনতে চাও...... কিভাবে আমার দিনগুলো কাটে ? শুনতে চাও ? জানতে চাও............ আজো আমি তোমাকে ভালোবাসি । বিশ্বাস কর... তোমার ঐ জায়গাটা আমি কাউকে দিতে পারিনি, বিশ্বাস কর... প্রতিটা মুহূর্তে আমি তোমার কথা ভাবি, বিশ্বাস কর.... হাতে ফোন নিয়ে আজো তোমার একটা SMS একটা কলের অপেক্ষায় থাকি। কখন ফোন দিয়ে বলবে যে I love you আমি তোমাকে এখনো অনেক miss করি....। আমি জানিনা আমি জীবনে কত ভুল করেছিলাম,