কিছু অনুভূতি কিছু কথা

অধরা মানুষ যে কতোটা নিষ্ঠুর এবং হৃদয়হীনা হতে পারে তা আমার জানা ছিলো না। কিন্তু তুমি আমার সাথে যে ছলনার প্রেম প্রেম খেলা খেলেছো তাতে কিছুটা হলেও বুঝতে পারছি মানুষ কতোটা হৃদয়হীনা হতে পারে। যে তুমি কিনা একদিন ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে আমাকে প্রেম নিবেদন করেছো, আর তোমার সেই ভালোবাসাকে স্বর্গ জেনে বুকের গহীনে ঠাই দিয়েছি খুব যতনে। তারপর থেকে দিনের পর দিন, রাতের পর রাত ঘণ্টায় ঘণ্টায় মুঠোফোনে কতনা ভালোবাসার কথা হতো, দু'জনের মাঝে। আমি বলতাম আমাদের এ ভালোবাসাটুকু সব সময় থাকবে তো অধরা ? তুমি বলতে কেনো জান, আমি তোমাকে বলতাম কারণ তুমি যে নারী তাই। কারণ নারীরা যে ছলনাময়ী হয়। তাদের গলার নিচে হার নেই। অতি সহজেই সবকিছু ভুলে যায় তারা। তুমি বলতে সব নারীরা এক নয়। তোমার যে কথার রেশ ধরে বলতাম ঠিক আছে সময়ই একদিন সবকিছু বলে দেবে কে ভালো আর কে মন্দ। প্রতিদিন কথার শেষ বিদায়ে তোমার দুঠোটের ছোট্ট একটা ফুলছোঁয়া প্রজাপতির পরশের আসতো আমার কানে। আমিও তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে সেই সুখের ছোঁয়া দিতাম। এভাবেই প্রতিদিন ভালোবাসার মধুর কথায় কথায় কেটে যেতো আমাদের সময়। অধরা তোমার কি একবারও মনে পড়ে না ভালোবাসার সেই সুখের দিনগুলোর কথা? তোমার দেয়া সেই মিথ্যে প্রতিশ্রুতির কথা কি একবারও তোমার বিবেককে নাড়া দেয় না? আমি তো আজো তোমার দেয়া সব প্রতিশ্রুতি এবং ভালোবাসার মুহূর্তগুলো বুকে আকড়ে ধরে আছি। তোমার সেই অভিমানী চোখের জলের ভেতর ভালোবাসার পুরানো স্মৃতির চিহ্ন দেখতে পাই। আমাকে আজো ক্ষণে ক্ষণে দোলা দিয়ে যায় তোমার সেই ভালোবার স্মৃতিগুলো।অধরা   বিশ্বাস করো প্রতিদিন যখন বাড়ি ফিরি তখন সেই পথের স্থানটুকু আমাকে বার বার তোমার কথা মনে করিয়ে দেয়, যেখানে দাঁড়িয়ে প্রতিদিন তোমার সাথে মুঠোফোনে কথা হতো, তুমি  তোমার আবেগময় ভালোবাসার কথাগুলো বলতে। আজ সে স্থান দিয়ে যাওয়ার পথে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়া আমার কিছুই করার থাকে না।
অধরা  এত সহজেই তুমি বদলে গেছ, বদলে গেছে তোমার মন। এত সহজেই ভুলে গেছো সেই গানের কথাগুলো যে গানটি তুমি প্রায়ই শুনাতে প্রেম একবাই এসেছিলো........................।
আজ হয়তোবা কোনো আবেগী গানের সুরেও তোমাকে আমার কথা মনে করিয়ে দেয়নি। আমাকে খুঁজে বেড়াও না, তাইতো এতো পাষাণীর মতো ভুলে আছো আমাকে। আজ হয়তো নতুন কোনো ভালোবাসার সন্ধানে ভুলে গেছ আমায়, ভুলে গেছ আমার প্রেম ভালোবাসার কথা। কেনো এভাবে হঠাৎ আমার ভালোবাসার কাছ থেকে নিজেকে আড়াল করে নিলে কিছুই বুঝতে পারি না। কি এমন দোষ ছিলো আমার ভালোবাসায় একবার যদি তা বলতে তাহলে হয়তো প্রতিদিন হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হতো না জ্বলতে হবে না বিরহের আগুনে। বিশ্বাস কর অধরা যখন তোমার দেয়া সেই সুখের মুহূর্তগুলো ভাবি, তখন যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খায়। আমি দারুন ব্যথায় ব্যাথিত হই। অধরা একবার শুধু একবার ভেবে দেখতো আমাদের ভালোবাসার সেই সুখের দিনগুলোর কথা যেখানে প্রেম ছিলো, ভালোবাসা ছিলো, দু'জনার দুটি চোখ জুড়ে ছিলো কত না ভালোবাসার রঙ্গিন স্বপ্ন ভেঙ্গে গিয়ে অঝরে তোমার বিরহের অশ্রু । তুমি যেখানেই থাকো ভালো থেকো, সুখে থেকো। অনেক অনেক সুখী হও নতুন কোনো ভালোবাসার মানুষকে নিয়ে। যদি বেঁচে থাকি হয়তো ভুল করে দেখা হতে পারে দু'জনের সেদিন আমাকে ভালোবাসতে না পারলেও আরো বেশি ঘৃণা ছুড়ে দিও।

Comments

Popular posts from this blog

ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি ?

অধরা কে জন্ম দিনের শুভেচ্ছা

‘শেষ বিকেলের রোদ্দুর’ বই এর রিভিউ