মনে আছে ? সেই ২৯ মার্চ ২০১২


https://www.facebook.com/mominsikderbd

আজ তোমার কা‌ছে আ‌মি অপ‌রি‌চিত একজন!!!
জা‌নো, খুভ বেশী ম‌নে প‌রে আমার সেই দিনগু‌লো.......
যখন ক্লাস শে‌ষে তু‌মি আমার জন্য মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে দা‌ড়ি‌য়ে থাক‌তে,,,
খুভ বেশী মনে প‌রে.........
‌যে‌দিন তু‌মি আর আ‌মি পাগলামী করতাম
রাত জে‌গে জে‌গে কথা বলতাম.........
জগড়া কর‌তে............................
‌কিছু হ‌লেই মুড অফ ক‌রে রাখ‌তে.......
আবার যখন খুভ হা‌সিখু‌সি থাক‌তে বারবার বল‌তে আমা‌কে... এই শোন আমরা বি‌য়ে কর‌বো কবে ?
খুভ ম‌নে প‌রে সেইদিন গু‌লোর কথা...
খুভ.....বেশী...........
অ‌নেক....বেশী.........
অাজ তু‌মি আমার নেই!!
শুন‌তে চাও...... কিভা‌বে আমার দিনগু‌লো কা‌টে ?
শুন‌তে চাও ?
জান‌তে চাও............
আ‌জো আ‌মি তোমা‌কে ভা‌লোবা‌সি
‌বিশ্বাস কর... তোমার ঐ জায়গাটা আ‌মি কাউ‌কে দি‌তে পা‌রি‌নি,
‌বিশ্বাস কর... প্র‌তিটা মুহূর্তে আ‌মি তোমার কথা ভা‌বি,
‌বিশ্বাস কর.... হা‌তে ফোন নি‌য়ে আ‌জো তোমার একটা SMS একটা ক‌লের অ‌পেক্ষায় থা‌কি।
কখন ফোন দি‌য়ে বল‌বে যে I love you আ‌মি তোমা‌কে এখ‌নো অ‌নেক miss ক‌রি....।
আ‌মি জা‌নিনা আ‌মি জীব‌নে কত ভুল ক‌রেছিলাম, যে ভু‌লের মাসুল আমার তোমা‌কে দিয়ে দি‌তে হল।
আ‌মি জা‌নিনা কতবড় অন্যায় আ‌মি ক‌রে‌ছিলাম, যে অন্যা‌য়ের দিনগু‌লো এত অ‌ভিশপ্ত ছিল যে, আমার আজ তোমা‌কে দি‌য়ে তার ঋণ পরিশোধ কর‌তে হল।
এএই....এই..... আচ্ছা বলোনা তু‌মি‌কি আমা‌কে এখ‌নো ম‌নে কর ?
আচ্ছা তোমার ম‌নে আ‌ছে কিংস ক্যাফেতে ফুসকা খেতাম আমরা,
আ‌জো সেই কিংস ক্যাফেটা আ‌ছে,
আ‌জো আ‌মি গে‌লে ওরা জিগ্যেস ক‌রে আপু‌কি আ‌জো আ‌সে‌নি ?
আ‌মি কিভা‌বে তা‌দের বুজা‌বো তোমাদের আপু‌ সারাজীনের জন্য আর আস‌বেনা , তোমাদের আপু‌টি..... কোন‌দিনই আর আস‌বেনা..........
আমার পা‌সে এ‌সে বস‌বেনা......
আমার সাথে আর এই ক্যাফেতে ফুসকা খা‌বেনা,
‌কিভা‌বে বুজা‌বো একটু বলবে ?.... আ‌মি পা‌রিনা, আ‌মি তোমা‌কে ভুলতে পা‌রিনা।
বিশ্বাস কর...আমি আ‌জো তো‌ম‌া‌কে অ‌নেক বেশী ভা‌লোবা‌সি, আ‌জো ঘুম থে‌কে উঠ‌লে তোমার নাম ধরে ডা‌কি.....
আ‌জো ম‌নে হয় তু‌মি আমার পা‌সেই আ‌ছো,

সারাজীবন চোখ বন্ধ ক‌রে থাক‌তে চ‌াই, কেন জান‌ো...? কারন চোখ বন্ধ করলেই একমাত্র অনুভব কর‌তে পা‌রি তু‌মি আমার স‌া‌থে আ‌ছো,
‌চোখ বন্ধ করলেই অনুভব কর‌তে পা‌রি‌ যে তু‌মি আমার পা‌সে ব‌সেই
আমার হাতটা দর‌চো,
আমার চোখের দি‌কে তা‌কি‌য়ে কথা বল‌ছো,
আমার ম‌নের কথা গু‌লো বল‌ছো ,
আমার হৃদ‌য়ের কথা গু‌লো বল‌ছো,
‌কিন্ত..........এই চোখ যখন খু‌লি তখন‌তো ভা‌বি যে তু‌মি আর আমার নেই!!!
সারাজীব‌নের জন্য আ‌মি তো‌মা‌কে হারালাম,
সারাজীবন চাই‌লেও আর কোন দিন তু‌মি আমার হ‌বেনা!!!
‌কোন‌দিন না............

এখা‌নেই শেষ..............

Comments

Popular posts from this blog

ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি ?

অধরা কে জন্ম দিনের শুভেচ্ছা

‘শেষ বিকেলের রোদ্দুর’ বই এর রিভিউ