31 July 2015 12:01 am Happy Birth Day.... আজকের দিনটা তোমার জন্য। কেননা আজ রাত টা পেরুলেই তোমার জীবনে নতুন আর একটা বছর যোগ হচ্ছে। নতুন ভোরে তুমি পা রাখছ । আমি বসে বসে ভাবছি, আজ তোমার জন্মদিন, কি উপহার দেবো ? উপহার দেয়ার কোন অধিকার নেই এখন আর।এই লেখাটাই উপহার।হয়ত কাছে নয়ত বহু দূরে,তবুও সব ফুলের সৌরব তোমায়, তোমার জন্মদিনে।কত আশা আর ভালবাসায় সিক্ত মন,সব কিছু ছিল মনে মনে,উজার করে সব আশা ভালবাসা ছড়িয়ে দিলাম,আজ তোমার জন্মদিনে। প্রিয় ফুলের তোড়া পাবে, শুভেচ্ছা ও উপহার পাবে রঙিন খামে, কিন্তু, রাত শেষে উপহার গুলো পুরনো হয়ে যাবে।তখন মনে করো পুরনো কাউকে, যে দেয়নি কোন উপহার। তোমার জন্মদিনে তোমাকে শুভেচ্ছা জানাতে কলম-খাতার আয়োজন করেছি , তোমার জন্মদিনে কলম যে দিকে এগিয়ে যায়, আমিও সে দিকে............... এই যেমন তোমার গত বার্থডেতে আমি ঢাকায় ছিলামনা। শত ইচ্ছা থাকলেও পারিনি তোমার কাছাকাছি থেকে wish করতে। তাই তোমার জন্মদিনের আগের দিন অস্থিরতায় আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব।কিভাবে ভালবাসার মানুষটাকে wish করব। হঠাৎ একটা পরিকল্পনা মাথায় এলো।ওইদিন তোমার সাথে কথা বলবোনা দেখি তুমি কি বল আমায়।কিন
Comments
Post a Comment