ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি ?

একবার ও কি মনে হয়না আমরা প্রতিনিয়ত ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি ? নিজের সঙ্গে নিজের এই প্রতারণা আর কতদিন ?

জীবনটাই তো একটা অভিনয় .... প্রতিটি ক্ষেত্রেই মানুষ অভিনয় করে কাটিয়ে দিচ্ছে, আমি আপনিই বা তার বাইরে যাব কেন ! তবে ভালো থাকার ব্যাপারটা সম্পূর্ণ মানসিক কারণ অনেক সময় দেখা যাবে আপনি অল্প খানিক অভিনয় করেই নিজেকে সুখী ভাবছেন আবার এমন হতে পারে যে সারাজীবন অভিনয় করেও নিজেকে সুখী ভাবতে পারছেননা | অথবা হতে পারে কোনো অভিনয় না করেই নিজেকে সুখী ভাবতে পারছেন নিজের অজান্তেই কারনটা আর কিছুই না, আপনার মন ও মনন আপনাকে ভাবতে বাধ্য করছে আপনাকে সুখী হিসেবে নিজেকে তুলে ধরতে |


Comments

Popular posts from this blog

অধরা কে জন্ম দিনের শুভেচ্ছা

‘শেষ বিকেলের রোদ্দুর’ বই এর রিভিউ