ভালোই আছি Love is blind
একটা সময় ছিলো যখন বলতাম তোমাকে ছাড়া বাঁচবোনা....আসলে ভুল বলতাম,..দেখ ঠিকই বেঁচে আছি...জানো সবাই ভাবে আমি তোমাকে ভুলে গিয়েছি.....হয়তো তুমিও ভাবো......তাইনা ?? আচ্ছা আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না ?? আমাকে একটুও " miss "করোনা ?? জানো তোমার কথা যখন অনেক বেশি মনে হয়...তখন আমি আমাদের পুরানো” মেসেজগুলো” দেখি..আর ভাবি কত্ত পাগল ছিলাম আমরা...কত পাগলামিই না করতাম..আচ্ছা তোমার মনে পড়ে?
আমাদের একসাথে কাটানো সময় গুলোর কথা ? কতো "happy" ছিলাম আমরা.."sorry" আমরা নই
শুধু আমি...তুমি আমার সাথে কিভাবে ভালো থাকবা, তুমিতো কোনোদিন আমাকে ভালোই বাসোনি.....মানুষ বলেঃ Love is blind
ঠিকই বলে, আর তার জন্যই আমি তোমার অভিনয় ধরতে পারিনি.....থাক এসব কথা, তুমি তোমার দেয়া সব ওয়াদাগুলো ভুলে গিয়েছো তাইনা ? তুমিতো এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত...আচ্ছা বলোতো এত কিছুর পড়েও তোমাকে ভুলতে পারিনি কেন ??? তুমি ফিরবেনা জেনেও কেনো অপেক্ষায় থাকি ?? আচ্ছা ও কি তোমায় আমার থেকেও বেশি ভালোবাসে?? জানি এসব কথা অর্থহীন তুমি কোনোদিন আমার ছিলে না,, আর আমার হবেও না..তবুও কেনো ভালোবাসি ?? আসলে কারনটা আমারও জানা নেই ... আজও অজানা...শুধু প্রার্থনা করি ভালো থাকো....আমার সাথে না হোক অন্য কারো সাথে......সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি,,আমার সাথে যেটা হয়েছে তোমার সাথে যেন না হয়....কারন চাইনা তুমি কষ্ট পাও....
না পাওয়ার কষ্ট কি জিনিস তোমার যেন অনুভব করতে না হয়,,,,,চাইনা কারো জন্য নীরবে কাঁদো.......শুধু চাই তুমি
ভালো থাকো,
খুশি থাকো.....
ভালো থাকো,
খুশি থাকো.....
Comments
Post a Comment