Posts

Showing posts from 2017

ভালোই আছি Love is blind

Image
একটা সময় ছিলো যখন বলতাম তোমাকে ছাড়া বাঁচবোনা....আসলে ভুল বলতাম,..দেখ ঠিকই বেঁচে আছি...জানো সবাই ভাবে আমি তোমাকে ভুলে গিয়েছি.....হয়তো তুমিও ভাবো......তাইনা ?? আচ্ছা আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না ?? আমাকে একটুও " miss "করোনা ?? জানো তোমার কথা যখন অনেক বেশি মনে হয়...তখন আমি আমাদের পুরানো” মেসেজগুলো” দেখি..আর ভাবি কত্ত পাগল ছিলাম আমরা...কত পাগলামিই না করতাম..আচ্ছা তোমার মনে পড়ে? আমাদের একসাথে কাটানো সময় গুলোর কথা ? কতো "happy" ছিলাম আমরা.."sorry" আমরা নই শু ধু আমি...তুমি আমার সাথে কিভাবে ভালো থাকবা, তুমিতো কোনোদিন আমাকে ভালোই বাসোনি..... মানুষ বলেঃ Love is blind ঠিকই বলে, আর তার জন্যই আমি  তোমার অভিনয় ধরতে পারিনি.....থাক এসব কথা, তুমি তোমার দেয়া সব ওয়াদাগুলো ভুলে গিয়েছো  তাইনা ? তুমিতো এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত...আচ্ছা বলোতো এত কিছুর পড়েও তোমাকে ভুলতে পারিনি কেন ??? তুমি ফিরবেনা জেনেও কেনো অপেক্ষায় থাকি ?? আচ্ছা ও কি তোমায় আমার থেকেও বেশি ভালোবাসে?? জানি এসব কথা অর্থহীন তুমি কোনোদিন আমার ছিলে না,, আর আমার হবেও না..তবুও কেনো ভালোবাসি ?? আসলে কারন

ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি ?

Image
একবার ও কি মনে হয়না আমরা প্রতিনিয়ত ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি ? নিজের সঙ্গে নিজের এই প্রতারণা আর কতদিন ? জীবনটাই তো একটা অভিনয় .... প্রতিটি ক্ষেত্রেই মানুষ অভিনয় করে কাটিয়ে দিচ্ছে, আমি আপনিই বা তার বাইরে যাব কেন ! তবে ভালো থাকার ব্যাপারটা সম্পূর্ণ মানসিক কারণ অনেক সময় দেখা যাবে আপনি অল্প খানিক অভিনয় করেই নিজেকে সুখী ভাবছেন আবার এমন হতে পারে যে সারাজীবন অভিনয় করেও নিজেকে সুখী ভাবতে পারছেননা | অথবা হতে পারে কোনো অভিনয় না করেই নিজেকে সুখী ভাবতে পারছেন নিজের অজান্তেই কারনটা আর কিছুই না, আপনার মন ও মনন আপনাকে ভাবতে বাধ্য করছে আপনাকে সুখী হিসেবে নিজেকে তুলে ধরতে |

মনে আছে ? সেই ২৯ মার্চ ২০১২

Image
আজ তোমার কা‌ছে আ‌মি অপ‌রি‌চিত একজন!!! জা‌নো, খুভ বেশী ম‌নে প‌রে আমার সেই দিনগু‌লো....... যখন ক্লাস শে‌ষে তু‌মি আমার জন্য মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে দা‌ড়ি‌য়ে থাক‌তে,,, খুভ বেশী মনে প‌রে......... ‌যে‌দিন তু‌মি আর আ‌মি পাগলামী করতাম রাত জে‌গে জে‌গে কথা বলতাম......... জগড়া কর‌তে............................ ‌কিছু হ‌লেই মুড অফ ক‌রে রাখ‌তে....... আবার যখন খুভ হা‌সিখু‌সি থাক‌তে বারবার বল‌তে আমা‌কে... এই শোন আমরা বি‌য়ে কর‌বো কবে ? খুভ ম‌নে প‌রে সেইদিন গু‌লোর কথা... খুভ.....বেশী........... অ‌নেক....বেশী......... অাজ তু‌মি আমার নেই!! শুন‌তে চাও...... কিভা‌বে আমার দিনগু‌লো কা‌টে ? শুন‌তে চাও ? জান‌তে চাও............ আ‌জো আ‌মি তোমা‌কে ভা‌লোবা‌সি । ‌বিশ্বাস কর... তোমার ঐ জায়গাটা আ‌মি কাউ‌কে দি‌তে পা‌রি‌নি, ‌বিশ্বাস কর... প্র‌তিটা মুহূর্তে আ‌মি তোমার কথা ভা‌বি, ‌বিশ্বাস কর.... হা‌তে ফোন নি‌য়ে আ‌জো তোমার একটা SMS একটা ক‌লের অ‌পেক্ষায় থা‌কি। কখন ফোন দি‌য়ে বল‌বে যে I love you আ‌মি তোমা‌কে এখ‌নো অ‌নেক miss ক‌রি....। আ‌মি জা‌নিনা আ‌মি জীব‌নে কত ভুল ক‌রেছিলাম,

কিছু অনুভূতি কিছু কথা

অধরা মানুষ যে কতোটা নিষ্ঠুর এবং হৃদয়হীনা হতে পারে তা আমার জানা ছিলো না। কিন্তু তুমি আমার সাথে যে ছলনার প্রেম প্রেম খেলা খেলেছো তাতে কিছুটা হলেও বুঝতে পারছি মানুষ কতোটা হৃদয়হীনা হতে পারে। যে তুমি কিনা একদিন ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে আমাকে প্রেম নিবেদন করেছো, আর তোমার সেই ভালোবাসাকে স্বর্গ জেনে বুকের গহীনে ঠাই দিয়েছি খুব যতনে। তারপর থেকে দিনের পর দিন, রাতের পর রাত ঘণ্টায় ঘণ্টায় মুঠোফোনে কতনা ভালোবাসার কথা হতো, দু'জনের মাঝে। আমি বলতাম আমাদের এ ভালোবাসাটুকু সব সময় থাকবে তো অধরা ? তুমি বলতে কেনো জান, আমি তোমাকে বলতাম কারণ তুমি যে নারী তাই। কারণ নারীরা যে ছলনাময়ী হয়। তাদের গলার নিচে হার নেই। অতি সহজেই সবকিছু ভুলে যায় তারা। তুমি বলতে সব নারীরা এক নয়। তোমার যে কথার রেশ ধরে বলতাম ঠিক আছে সময়ই একদিন সবকিছু বলে দেবে কে ভালো আর কে মন্দ। প্রতিদিন কথার শেষ বিদায়ে তোমার দুঠোটের ছোট্ট একটা ফুলছোঁয়া প্রজাপতির পরশের আসতো আমার কানে। আমিও তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে সেই সুখের ছোঁয়া দিতাম। এভাবেই প্রতিদিন ভালোবাসার মধুর কথায় কথায় কেটে যেতো আমাদের সময়। অধরা তোমার কি একবারও মনে পড়ে না ভালোব