অধরা কে জন্ম দিনের শুভেচ্ছা
31 July 2015 12:01 am
Happy Birth Day....
আজকের দিনটা তোমার জন্য।
কেননা আজ রাত টা পেরুলেই তোমার জীবনে নতুন আর একটা বছর যোগ হচ্ছে। নতুন ভোরে তুমি পা রাখছ ।
আমি বসে বসে ভাবছি, আজ তোমার জন্মদিন, কি উপহার দেবো ? উপহার দেয়ার কোন অধিকার নেই এখন আর।এই লেখাটাই উপহার।হয়ত কাছে নয়ত বহু দূরে,তবুও সব ফুলের সৌরব তোমায়, তোমার জন্মদিনে।কত আশা আর ভালবাসায় সিক্ত মন,সব কিছু ছিল মনে মনে,উজার করে সব আশা ভালবাসা ছড়িয়ে দিলাম,আজ তোমার জন্মদিনে। প্রিয় ফুলের তোড়া পাবে, শুভেচ্ছা ও উপহার পাবে রঙিন খামে, কিন্তু, রাত শেষে উপহার গুলো পুরনো হয়ে যাবে।তখন মনে করো পুরনো কাউকে, যে দেয়নি কোন উপহার।
তোমার জন্মদিনে তোমাকে শুভেচ্ছা জানাতে কলম-খাতার আয়োজন করেছি ,
তোমার জন্মদিনে কলম যে দিকে এগিয়ে যায়, আমিও সে দিকে...............
এই যেমন তোমার গত বার্থডেতে আমি ঢাকায় ছিলামনা। শত ইচ্ছা থাকলেও পারিনি তোমার কাছাকাছি থেকে wish করতে। তাই তোমার জন্মদিনের আগের দিন অস্থিরতায় আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব।কিভাবে ভালবাসার মানুষটাকে wish করব। হঠাৎ একটা পরিকল্পনা মাথায় এলো।ওইদিন তোমার সাথে কথা বলবোনা দেখি তুমি কি বল আমায়।কিন্তু তুমি আমাকে একটা ফোনও করনি, সেদিনও অনেক কষ্ট পেয়েছি আমি। পরে যখন এ নিয়ে কথা হল তখন আমি বলেছিলাম আমার জন্মদিন তোমার মনে ছিলোনা, তাই তোমার জন্মদিনও আমার মনে নেই।মিথ্যে বলেছিলাম সেদিন।তুমি কিকরে ভাবলে , আমার জানের জন্মদিন আমার মনে থাকবেনা?
((((প্রথম যখন তোমার জন্মদিনের তারিখ জানতে পারলাম তখন থেকে আমি ভাবতে লাগলাম তুমি যেহেতু আমার স্পেশাল তাই আমার উপহারটাও থাকবে স্পেশাল।ভিবিন্ন চিন্তা মাথায় আসলো কি হতে পারে স্পেশাল ? যা তুমি সারা জীবন দরে মনে রাখতে পারবা বা ব্যাবহার করতে পারবা ? হঠাত একটা চিন্তা মাথায় আসলো সেটা হলো যেহেতু তুমি আমার সারা জিবনের সঙ্গী, তাই তুমি আমি যাতে সারাজীবন একসাথে ভালোভাবে উপভোগ পারি তার বেবস্থা করা। ঠিক তখন তোমাকে ফোন করি তোমার ভোটার আইডি কার্ড বা স্টুডেন্ট আইডি কার্ড এবং ২ কপি পাসপোর্ট সাইজ ছবি আনতে বলি।তুমি অনেক জিজ্ঞাসা করেছিলে কি জন্যে এগুলো নিবা , আমি তখন তোমাকে কিছুই বলিনাই। কারন তোমার প্রতি বছরের উপহারটা তোলা থাকবে আমদের বাসর রাতে সারপ্রাইসজ দেবার জন্য। সে বছর থেকে প্রতি মাসের একটা ডিপোজিট করি তোমার নামে, যার একমাত্র মালিক তুমি, মানে আমার জান।প্রতি মাসে প্রিমিয়াম জমা দিতে পারতাম না বা দিতাম না।আমার ফ্যামিলি থেকে কোন টাকা না নিয়ে আমার কষ্ট করা ইনকামের টাকা, আমার নিজের বা তোমার পিছনে পাও পাও খরচ নাকরে প্রতি বছর ৩১ জুলাই পুরো একবছরের প্রিমিয়াম জমা দিতাম যা তুমি কিছুই জানতেনা।আজ সেইদিন, কারন আজ তোমার জন্মদিন । জান মনে আছে? তোমার কাছে মাঝে মাঝে জানার চেষ্টা করতাম তুমি কি চাও।একদিন যানাও হলো।তাই চেয়েছিলাম আমাদের বাসর রাত্রে তোমাকে একটা ফ্ল্যাটের চাবি গিফট করবো।এরকম অনেক স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, যা আজ শুদুই স্বপ্ন। তুমি শুধু তিলে তিলে গড়া একটা ভালোবাসাকেই হত্যা করনি তুমি অনেক গুলো স্বপ্নকে হত্যা করেছো।))))
আমি ভেবেছিলাম তোমার জন্মটাই ছিল আমার জন্য, আর আমার জন্ম তোমার জন্য।
বছর ঘুরে সেই বিশেষ দিনটি আবার আমার সামনে। এবারের দৃশ্যপটটা ভিন্ন। গত চার বছর তুমি আমার ছিলে, আজ তুমি নেই,, আমি কিছুতেই মেনেনিতে পারছিনা তুমি এভাবে চলে যাবে। যার হাসিতে আমার সমস্ত পৃথিবী অর্থবহ হয়ে ওঠে, যাকে কেন্দ্র করে আমার ভালবাসার সাথে পরিচয়, যার চোখের জলে নিজেকে এলোমেলো লাগে, যাকে একবার দেখব বলে প্রতীক্ষার প্রহর ফুরয় না, সারাটি জীবন ধরে ছোট ছোট আয়োজনে আনন্দ দিয়ে তোমার সাথে থাকতে চেয়েছিলাম ; চেয়েছিলাম তোমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকতে। এখনো তোমায় নিয়ে ভাবি ,তোমার জন্য চোখের পানি যেন শেষ হয়না।হয়তোবা সারাজীবন এভাবেই কেটে যাবে কারন তোমার স্থানে আমি কাউকে বসাতে পারবোনা।
আমি ভেবেছিলাম তোমার জন্মটাই ছিল আমার জন্য, আর আমার জন্ম তোমার জন্য।
বছর ঘুরে সেই বিশেষ দিনটি আবার আমার সামনে। এবারের দৃশ্যপটটা ভিন্ন। গত চার বছর তুমি আমার ছিলে, আজ তুমি নেই,, আমি কিছুতেই মেনেনিতে পারছিনা তুমি এভাবে চলে যাবে। যার হাসিতে আমার সমস্ত পৃথিবী অর্থবহ হয়ে ওঠে, যাকে কেন্দ্র করে আমার ভালবাসার সাথে পরিচয়, যার চোখের জলে নিজেকে এলোমেলো লাগে, যাকে একবার দেখব বলে প্রতীক্ষার প্রহর ফুরয় না, সারাটি জীবন ধরে ছোট ছোট আয়োজনে আনন্দ দিয়ে তোমার সাথে থাকতে চেয়েছিলাম ; চেয়েছিলাম তোমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকতে। এখনো তোমায় নিয়ে ভাবি ,তোমার জন্য চোখের পানি যেন শেষ হয়না।হয়তোবা সারাজীবন এভাবেই কেটে যাবে কারন তোমার স্থানে আমি কাউকে বসাতে পারবোনা।
সবার শেষে স্বার্থপরতার ঊর্ধ্বে গিয়ে বলতে চাই, এই বিশেষ দিনের বিশেষত্ব যেন তোমার সারা জীবনের প্রতীক হয়ে থাকে। তুমি যেখানেই থাকো না কেন আনন্দ, সুখ, হাসি এই শব্দগুলো যেন তোমার নিত্য সঙ্গী হয়ে থাকে। তোমার ছোট্ট পৃথিবীর ছোট ছোট স্বপ্নগুলো পূর্ণতাকে স্পর্শ করুক।আজকের দিনে এই ধরণী স্পর্শ করার জন্য এই কুলাঙ্গারটা তোমার কাছে অনেক কৃতজ্ঞ। “আজ জন্মদিন তোমার”—শুভ হোক তোমার জন্মদিন, শুভ হোক তোমার বাকি জীবনের পথ চলা।।
I Miss U..... I love u......I always Love U...........My Life only For U...
I Miss U..... I love u......I always Love U...........My Life only For U...
good
ReplyDeletethanksssssssssssss
Delete