অধরার প্রতি ভালোবাসা

জান কেমন আচো প্রশ্নটা করে তোমাকে বিব্রত করবো না।আমি জানি তুমি উত্তর দিবে না….হয়তো তোমার ইচ্ছে করে উত্তর দিতে কিন্তু দিলে এই বাঁদরটাকে কাঁধে চড়ানো হবে।আজ কেন জানি তোমাকে খুব করে লিখতে ইচ্ছে হলো।তোমাকে জানাতে ইচ্ছে হলো আমি বেঁচে আছি।
মানুষের জীবনে সব কিছুরই পালা বদল ঘটে। আজ যা অপছন্দের, কাল তা পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসতে পারে। যে ব্যাপার গুলোতে কখনো কোনো আগ্রহই ছিল না, সেগুলোই আগ্রহের কেন্দ্র বিন্দু হতে পারে। চোখে যা নিতান্তই সাদামাটা হয়ে ধরা দিত তা রংধুনু হতে সময় নেয় না।আমার জীবনে সবকিছু এলোমেলো করে তুমি এলে। নিজের মাঝে পরিবর্তন গুলো ধীরে ধীরে স্বচ্ছ হতে লাগল। তোমার কলকাঠিতে নিজেকে পরিবর্তন করতে শুরু করলাম।আমার মাঝে পরিবর্তন আসতে লাগলো। তবে, যা “আমি” ছিলাম, তা আমি এখনো আছি কিন্তু কোথায় জানি তোমার ছোঁয়ায় কিছুটা শুদ্ধ হয়ে বদলে যেতে চেয়েছিলাম।
এখন আর এলোমেলো করে ভাবি না। সব সময় অনুসন্ধিতসু মন নিয়ে খুঁজি বছরের বিশেষ বিশেষ দিন গুলো। যে দিনগুলোতে ছিলো তোমার আমার বিশেষ বিশেষ কিছু সৃতি। বছরের সবগুলো দিনকে হার মানিয়ে আমার ব্যস্ততা ও অস্থিরতা চরমে ওঠে তোমাকে নিয়ে কাটানো দিনগুলোকে কেন্দ্র করে। কি করে তোমাকে বোঝাবো তুমি আমার কতটা special , আমার ভালবাসার ব্যাপ্তির বিশালতা থাকলেও তা প্রকাশ করার সামর্থ্য বা সুযোগ কোনটাই এখন আর আমার নাই।

ভালোবাসার সাথে প্রত্যাশার (expectation) কোনো সম্পর্ক নাই। সত্যিকারের ভালোবাসা শুধু ভালোবাসার মানুষটিকে সুখী করতে চায়, তার থেকে কোনো প্রতিদান আশা করে না। প্রত্যাশার চাপ আস্তে আস্তে ভালোবাসাকে মেরে ফেলে।
যে ভালবাসার জন্য আমি আমার চেনা পরিচিত অনেক মেয়েদের থেকেও দূরে চলে গিয়েছিলাম।
সেই ভালবাসাই একদিন আমাকে বলল "তোমার তো ক্যারিয়ার নাই"
যেই ভালবাসার মানুষটার জন্য আমি আমার ক্যারিয়ার গড়তে চেয়েছিলাম অনেক বড় পরিসরে , সেই ভালবাসার মানুষটাই আজ একটা ভালো ক্যারিয়ারওয়ালা মানুষের জন্য আমার সুপ্ত ভালবাসাকে গলা টিপে হত্যা করল।

Comments

Popular posts from this blog

ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি ?

Bangladesh University V Daffodil International University

‘শেষ বিকেলের রোদ্দুর’ বই এর রিভিউ