আবার আসছে স্মৃতিতেগাঁথা সেই ২০ অক্টোবর
*২০ অক্টোবর ২০১১* আগের রাতে তোমার সাথে কথা হয়েছিলো পরদিন ১১ টায় তুমি দেখা করবা। রাতের গুমটা খুভ একটা ভালো হয়নি, কারন তোমার সাথে দেখা হবে বলে। দীর্ঘ এক বছর ফোনে কথা হয়েছিলো আমাদের, কিন্তু দেখা করার সুযোগ হয়নি, যদিও আমি থাকতাম মোহাম্মাদপুর বিআরটিসি স্ট্যান্ডের কাছে আর তুমি থাকো শ্যামলীতে। ওই রাতে আমাদের শুরু থেকে সেইদিন অব্দি সকল কথা মনে পড়তে লাগল একের পর এক। এক বছর পর আমার সেই প্রত্যাশিত মানুষটির সাথে দেখা হবে, তুমি দেখতে কেমন হবে, তখন কি কথা হবে, কতক্ষণ থাকবে, কি খাবে, আমি তোমার চোখের দিকে তাকাতে পারবকিনা ইত্যাদি ইত্যাদি মনে করে সারারাত কাটল। সকালে ৮টা ৩০মিনিটে তোমাকে ফোন দিয়ে পাইনি, ভাবলাম আজ বুজি দেখা করবানা। তাই নিরাশ হয়ে চলে গেলাম ভার্সিটিতে। ঠিক ১১টা বাজার ১৫ মিনিট আগে আমাকে ফোন দিয়েছিলে তুমি, বলেছিলে কোথায় আপনি? আমি বলেছিলাম এইতো কাছাকাছি চলে আসছি। আসলে আমি তখন ক্লাসে ছিলাম । ক্লাস থেকে বের হয়ে তোমার কাছে আসতে আমার ১১টা ১০ মিনিট হয়ে গিয়েছিলো। তারপর রাইফেলসস্কয়ার (বর্তমানে সীমান্তস্কয়ার) এর গেটে দুইজনের দেখা হয়, তোমার সাথে ঊর্মি ছিলো, আমি ছিলাম একা। ধানমণ্ডি লেকের ব্যা...
Comments
Post a Comment