অধরার প্রতি অনুভূতি

তুমি আমার কাছ থেকে চলে যাবার সময় যে অভিযোগ গুলো করেছিলে তার মধ্যে একটি হলো আমি তোমাকে অবহেলা করেছি।যা তোমার ধরনা মাত্র আসলে তুমি একটা কথা ভাবে দেখ ......মানুষ তার বাবা মাকে প্রতিদিন I Love U, I Miss U বলেনা। বলেনা কেন জানো ?কারন সে তার বাবা মাকে হারানোর ভয় পায়না। এ জন্য ভালোবাসাটা প্রকাশ করার প্রয়োজন পরেনা। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি , কিন্তু আমি তোমাকে প্রকাশ করতে পারিনি বা করিনি। কারন আমি তোমাকে হারানোর ভঁয় কখনোও পাইনি। Unfortunately তুমি হারিয়ে যেতে বসেছ , আমি তোমাকে হারিয়ে যেতে বসেছি । আমি তোমাকে প্রচণ্ড পরিমান ভালোবাসি। আমি আমার ভালবাসাটা প্রকাশ করতে পারিনি।প্লীজ তুমি হারিয়ে যেওনা । আমি তোমাকে ছাড়া থাকতে পারিনা। অনেক বেশি ভালোবাসি ...............

Comments

Popular posts from this blog

ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি ?

অধরা কে জন্ম দিনের শুভেচ্ছা

‘শেষ বিকেলের রোদ্দুর’ বই এর রিভিউ