অধরার প্রতি বন্ধু দিবসের বার্তা
আজ বন্দু দিবস ছিলো তাইনা ? প্রথমে তোমার বন্ধু হয়ে থাকতে চেয়েছিলাম আমি, সেটাই যদি থাকতো তাহলে আজ কষ্ট পেতে হত না। তোমার মনে আছেকিনা জানিনা, তোমাকে তিনটা অফসন দিয়েছিলাম আমি , ১/ ভাই ২/ বন্ধু ৩/ লাইফ পার্টনার । তোমাকে যেকোনো একটা বেছে নিতে বলেছিলাম । তারপর তুমি এমন অফসন বেছে নিলা যার পরিনতি ভোগ করতে হচ্ছে একা আমারই , অন্ন গুলো বেছে নিলে সম্পর্কটাতো থাকতো ? তবে আমাদের রিলেশন টা ছিলো বন্ধুত্তের মতোই , মাজে মাজে কথা না বলা, জগরা করা, আবার খুভ ভালোবেসে অনেক কাছে আশা এগুলো ছিলো আমাদের নিত্য দিনের ব্যাপার। জান আমাকে কখনো শত্রু ভেবনা জীবন সঙ্গী না ভাব বন্ধুতো ভাবতে পার ? I Miss U, I Love U , I Always Love U.............
well
ReplyDelete