অধরার প্রতি অভিযোগ

আমি একটা খারাফ ছেলে, তাই তোমাকে এখনো অনেক ভালোবাসি।
আমি খারাফ , তাই তোমার আমার সম্পর্কের কোন প্রুফ রহমতের ফ্যামিলিকে দেখাতে যায়নি।
আমি খারাফ , তাই তুমি আমার সাথে বেঈমানি করছো।
যেখানে নবীজি কাফেরদের সাথেও বেঈমানি করতে নিষেদ করেছেন।
আমি খারাফ, তাই তোমার কাজের জন্য কারো কাছে বিচার চাইনি।
আমি খারাফ, তাই আমার অনেক কিছু করার থাকলেও তোমার ফ্যামিলির সন্মানের দিকে তাকিয়ে কিছুই করিনি, যেখানে চাইলে অনেক কিছু করা সম্বব ছিলো।
একবার মনে করে দেখ, এই খারাফ,ছোটলোক ছেলেটাকে একদিন অনেক বেশী ভালবেসেছিলা যার আদর পাবার জন্য ব্যাকুল হয়ে থাকতা।
আমি খারাফ, তাই তোমাকে এখনো বুকের ভিতর দরে রেখেছি।
আমি খারাফ, তুমিতো ভালো, তাই আমাকে এত কষ্ট দেয়ার জন্য তোমাকে কখনোও ক্ষমা করবোনা।

Comments

Popular posts from this blog

ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি ?

অধরা কে জন্ম দিনের শুভেচ্ছা

‘শেষ বিকেলের রোদ্দুর’ বই এর রিভিউ